যমজ সন্তান সহ ভারতীয় বংশদ্ভূত দম্পতির রহস্যজনক মৃত্যু ক্যালিফোর্নিয়ায়

0
1

আমেরিকার ক্যানিফোর্নিয়ায় রহস্যজনকভাবে মৃত্যু হল ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি ও তাঁদের দুই সন্তানের। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান খুন করে আত্মহত্যার ঘটনা এটি। প্রায় আট বছর ধরে তাঁদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা চলছিল। তার সঙ্গে এই মৃত্যুর কোনও যোগাযোগ রয়েছে কী না তদন্ত করছে পুলিশ।

নয় বছর ধরে আমেরিকার প্রবাসী কেরালার আনন্দ সুজিত হেনরি ও তাঁর স্ত্রী অ্যালিস প্রিয়াঙ্কা বেনজিগার। তাঁরা দুজনেই আইটি প্রফেশনাল। তাঁদের চার বছর যমজ ছেলে ছিল। অথচ ২০১৬ সালে আনন্দ বিবাহ বিচ্ছেদ মামলা দায়ের করে।

১৩ ফেব্রুয়ারি তাঁদের সান মাতেও শহরের ফ্ল্যাটে ওয়েল ফেয়ার চেকের জন্য আধিকারিকরা যান তখন কোনও উত্তর না পেয়ে একটি খোলা জানলা দিয়ে ভিতরে ঢোকেন তারা। সেখানে বাথরুমে দম্পতির মৃতদেহ ও বেডরুমে দুটি শিশুর মৃতদেহ দেখতে পান। দম্পতির গায়ে বুলেটের দাগ থাকলেও শিশুদুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কোনও সুইসাইড নোট না পাওয়া গেলেও একটি নাইন এমএম পিস্তল পাওয়া গিয়েছে।