ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর এই মৈত্রী দীর্ঘজীবী হোক। আবুধাবিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে বললেন যেভাবে আমি শাহী ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছেন তাতে তিনি অভিভূত। প্রায় হাজার পঞ্চাশেক দর্শকের সামনে এদিন ভাষণ দিলেন মোদি।
এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আপনারা আজ আবু ধাবিতে ইতিহাস সৃষ্টি করলেন। ইউএই’র সমস্ত কোনা থেকে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে সকলে এসেছেন। কিন্তু সকলের হৃদয় একসুতোয় গাঁথা। এই ঐতিহাসিক স্টেডিয়ামে প্রতিটি হৃদস্পন্দন বলছে, ভারত-ইউএই মৈত্রী দীর্ঘজীবী হোক।” অতীতের কথা তুলে ধরে মোদি বলেন, “আমার মনে পড়ছে ২০১৫ সালে আমার ইউএই সফরের কথা। আমি তখন কূটনীতির দুনিয়ায় নতুন। আমাকে বিমানবন্দরে স্বাগত জানাতে ৫ ভাইকে নিয়ে এসেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট। ওঁর চোখে যে ঝলক ও উষ্ণতা দেখেছি তা আমি ভুলতে পারব না। আমার মনে হচ্ছিল খুব ঘনিষ্ঠ কারও সঙ্গে দেখা করতে এসেছি, যেন আমার পরিবারেরই কেউ!”

মূলত আবুধাবিতে বিএপিএস মন্দির উদ্বোধন উপলক্ষে এই সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বুধবার মন্দির উদ্বোধনের আগে মন্দিরটি সাজিয়ে তুলতে দিনরাত এক করে কাজ করছেন বহু হিন্দু স্বেচ্ছাসেবী। এ প্রসঙ্গে মোদি বলেন, “যখন আমি এখানে মন্দির নির্মাণের কথা বলেছিলাম, ওঁরা নির্দ্বিধায় রাজি হয়ে গিয়েছিলেন। আমি অভিনন্দন জানাতে চাই প্রথম ইউএই মহাকাশচারীকে, যিনি ৬ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন।”
আরও পড়ুন- ফের অসুস্থ মেয়র ফিরহাদ হাকিম, ভর্তি হাসপাতালে



































































































































