ফুটবল মাঠে মর্মান্তিক ঘটনা। মাঠে খেলার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক ফুটবলারের। ফুটবলারের নাম সেপ্টাইন রাহার্জা। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। এক ফ্রেন্ডলি ম্যাচ চলাকালীন ঘটে এই ঘটনা। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ৩৫ বছর বয়সী এই ফুটবলার এক প্রীতি ম্যাচে খেলছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খেলা চলাকালীন আচমকা এক জোরালো বজ্রপাতে আঘাত পান সেপ্টাইন। বাজ সরাসরি তাঁর উপর পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সেপ্টাইন। তবে সেই সময়ে শ্বাস চলছিল তার। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত ঘোষণা করা হয়।
ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে, স্টেডিয়াম থেকে মাত্র ৩০০ মিটার উপর থেকেই বজ্রপাতটি এসে ফুটবলারটিকে আঘাত করে। শনিবার স্থানীয় সময় বিকেল ৪.২০-তে এই ঘটনা ঘটে। তবে ম্যাচ শুরুর সময় আকাশ পরিষ্কার ছিল বলে জানা গিয়েছে। ম্যাচ যত গড়িয়েছে, তত বৃষ্টি শুরু হয়।
আরও পড়ুন- প্র.য়াত দেশের প্রবীণতম ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড়









































































































































