বুধবার চোপড়ায় যাবেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা

0
3

চোপড়ায় ইন্দো-বাংলাদেশ সীমান্তে হাইড্রেন তৈরির জন্য বিএসএফের কাটা মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ শিশুর। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার অভিযোগ করেন, শুধুমাত্র বিএসএফের গাফিলতির জন্য অকালে রাজ্যের চারটি শিশুর প্রাণ চলে গেল। বিএসএফের এই অসাবধানতা গাফিলতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা দাশ বলেন, এই ধরনের খনন কাজ চলার আগে প্রত্যেককে জানানোর জন্য নোটিশ করা হয়, মাইকিং করা হয়। কিন্তু এক্ষেত্রে সেসবের ধার ধারেনি বিএসএফ। এসপি এবং জেলাশাসকের কাছে এই ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়েছেন তারা। তাদের অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই এই খনন কার্য চালানো হচ্ছিল। এমনকী , আদৌ ধস নামবে কিনা সেই বিষয়ে আগে পরীক্ষা করা হয়নি। আগামীকাল, বুধবার চোপড়ায় যাবেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। দুর্ঘটনা প্রকৃত কারণ তারা খতিয়ে দেখবেন এবং তারপর রিপোর্ট দেবেন।
সুদেষ্ণা রায় বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম না মেনে সম্পূর্ণ স্বেচ্ছাচারী ভাবে এই কাজ করেছে বিএসএফ যা ক্ষমার অযোগ্য।