ফের অসুস্থ মেয়র ফিরহাদ হাকিম, ভর্তি হাসপাতালে

0
1

মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে চলতি বছরে পর পর দুটি মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মেয়র। এর আগে জানুয়ারি মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ফিরহাদ হাকিম। তবে এখনই বিশেষ উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

এদিন ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার কাজ সামলে নারদ মামলায় আদালতে হাজিরা দিতে যান। তারপর নবান্ন গিয়ে দফতরের কাজ করেন। সেখান থেকে ফিরে আসেন কলকাতা পুরসভায়। তারপরই শারীরিক সমস্যা শুরু হয়। ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে সরাসরি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। মেয়র ভর্তি হওয়ার পরে তাঁকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় মেয়রকে। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। পরিস্থিতি খতিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আগেরবার কোমরে ব্যথার জন্য ফিরহাদ হাকিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাছাড়া স্পাইনাল কর্ডের কোমরের অংশের এই ব্যথায় মাঝে মধ্যেই ভুগছিলেন মেয়র। সেই ব্যথাই হঠাৎ বেড়ে যাওয়ার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।

আরও পড়ুন- বুধবার চোপড়ায় যাবেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা