মুম্বইয়ের কাছে ১-০ গোলে হারল ইস্টবেঙ্গল

0
3

ঘরের মাঠে ৩ পয়েন্ট হাতছাড়া ইস্টবেঙ্গল এফসির। এদিন আইএসএল-এর ম্যাচে মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে ৩-২ গোলে হেরে ছিলো লাল-হলুদ। এই ম্যাচে ঘুরে দাঁরাতে চেয়েছিলো টিম ইস্টবেঙ্গল । প্রথমার্ধে গোল খাওয়ার পর , দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লাল-হলুদ। ভালো খেলেও গোলের দেখা পায়নি কুয়াদ্রাতের দল।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে ম্যাচের ১৯ মিনিটে সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। কাউন্টার অ্যাটাক করে মম্বইয়ের বক্সে পৌঁছে গিয়েছিলেন ফেলিসিও।তবে আসল কাজ করতে ব্যর্থ হন তিনি। এরই মধ্যে আক্রমণে ঝাঁপায় মুম্বই সিটি এফসি। যার ফলে ম্যাচের ২৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মুম্বই । ইকার গুয়ারোৎসেনার গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ম্যাচের ২৪ মিনিটে নোগুয়েরা বলটি ইকারের কাছে পাঠান। সহজেই ফিনিশ করেন ইকার। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় কার্লোস কুয়াদ্রাতের দল। যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে লাল-হলুদ।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। এরই মধ্যে সুযোগ চলে আসে লাল-হলুদের সামনে। মহেশ দারুণ একটা পাস দিয়েছিলেন, যেই বলটি পেয়েগিয়েছিলেন ফেলিসিও।তবে কাজের কাজ কিছু হয়নি। এরপরই দুটো পরিবর্তন করেন কুয়াদ্রাত। নন্দকুমার ও ভিক্টর ভাসকুয়েজকে মাঠে নামান কুয়াদ্রাত।ম্যাচের ৭৪ মিনিটে ফের সুযোগ চলে আসে। মহেশ দারুণ একটা পাস দেন, নন্দকুমার বলটি মুম্বইয়ের বক্সের ভিতরে পেয়ে য়ান।তবে গোল করতে পারেননি নন্দ। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় কুয়াদ্রাতের দল। যার ফলে মুম্বইয়ের বিরুদ্ধে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে লাল-হলুদ।

আরও পড়ুন- রাহুলের কাজে বেজায় চটেছে বিসিসিআই, কিন্তু কেন ?