জামতারার মতো গ্যাংই এই চ.ক্রান্ত করছে! মাধ্যমিকের ‘প্রশ্ন ফাঁ.স’ ইস্যুতে মন্তব্য শিক্ষামন্ত্রীর

0
1

আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু ভ্যালেনস্টাইস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান ২০২৫ সালের মাধ্যমিকের দিনক্ষণ। ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এর পরেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের চক্রান্ত নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জামতারার মতই একটি গ্যাং প্রশ্ন ফাঁসের চক্রান্ত করেছিল। এই অসাধু চক্রের গ্যাংকে ধরা গেছে। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার সোমবার ছিল শেষদিন। সেদিনই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ব্রাত্য বসু জানালেন, যেভাবে প্রশ্ন ফাঁসের চক্রান্ত করা হয়েছিল তা সম্পূর্ন আটকানো গেছে পর্ষদের তৎপরতায়।

ব্রাত্য বসু জানান, প্রশ্ন ফাঁস রুখতে বদ্ধ পরিকর ছিলাম আমরা। আগে দেখতাম মোবাইলে ছবি তুলে বাইরে পাঠাতো। তারপর বোর্ড আর রাজ্যের বিরুদ্ধে কুৎসা শুরু হত। এই অসাধু চক্রের গ্যাংকে ধরা গেছে। মিথ্যা প্রচার, কালিমালিপ্ত করার প্রবনতা আটকে গেছে। আগামী দিনে শিক্ষা দফতর অমীমাংসিত বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

ব্রাত্যর সংযোজন, কীভাবে প্রশ্ন ফাঁস আটকানো যায় এই নিয়ে ২০টা বৈঠক করেছি পর্ষদের সঙ্গে। এরপরেই আলোচনা করে ঠিক হয় কিউ আর কোড ব্যবহার করা হবে। এই উদ্যোগের জন্যই অভিসন্ধি মূলক প্ররোচনা রুখতে পেরেছি। পরিকল্পনা করে পরীক্ষার্থীরা এই কাজ করেনি। বাইরের গ্যাং এটা করাচ্ছিল। এদের উদ্দেশ্য ছিল প্রশ্ন ভাইরাল করে দেওয়া। এতে কোনও পরীক্ষার্থীরা উপকৃত হচ্ছিলেননা।

জানা গিয়েছে, এবারে মোট ৩৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ৩৭টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে ২৩ জনই মালদহের। মালদহের এক গৃহ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। ব্রাত্য বসু জানান, পর্ষদ যদি শিক্ষা দফতরকে কোনও কোচিং সেন্টারের তালিকা দিতে পারে যেখান থেকে এই ধরনের অসাধু কাজ করা হচ্ছিল তাহলে জেলা প্রশাসনকে বলে সেই কোচিং সেন্টারগুলোকে বন্ধ করে দেওয়া হবে।