মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এ যোগ দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে তিনি টিকটকে আত্মপ্রকাশ করেছেন।
আদতে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক চিনা সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন। বহু মার্কিন রাজনীতিবিদের অভিযোগ, এটি চিন সরকার প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি এর মাধ্যমে চিনের নজরদারিরও অভিযোগ উঠেছে। তবে বাইটড্যান্স বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকার নিরাপত্তার কারণে সরকারি ডিভাইসে টিকটক অ্যাপ নিষিদ্ধ করেছে।

সম্প্রতি মন্টানার সরকার অ্যাপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। তবে আদালতের নির্দেশে তা বাস্তবায়ন হয়নি। এই পরিপ্রেক্ষিতে খোদ মার্কিন প্রেসিডেন্টের টিকটকে নথিভুক্তি তাৎপর্যপূর্ণ। নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা প্রথম ভিডিওতে ৮১ বছর বয়সী বাইডেন রাজনীতি ও এনএফএল চ্যাম্পিয়নশিপ খেলার মতো বিষয় নিয়ে রসিকতাও করেছেন।
আরও পড়ুন- সন্দেশখালিকাণ্ডে দুদিনের মাথায় জামিন পেলেন উত্তম ও বিকাশ



 
 
 
 






























































































































