সকাল থেকে গোটা দেশের নজর ছিল বিহারের দিকে। সেখানে প্রত্যাশামতোই বিধানসভায় আস্থাভোটে জয় পেলেন নীতীশ কুমার। এনডিএ সরকারের পক্ষে ভোট পড়ল ১২৯ টি। তবে ভোটাভুটি হওয়ার আগেই বিরোধী আরজেডি শিবিরের বিধায়করা বিধানসভা ত্যাগ করেন। ফলে ২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ১২২ টি ভোট। সেখানে এনডিএ জোট ১২৯ টি ভোট পায়।
বিহার বিধানসভায় আস্থা ভোটের প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, আরজেডি প্রধান লালু প্রসাদ এবং রাবড়ি দেবীর রাজ্যের জন্য ১৫ বছর কাজের সুযোগ পেয়েছিলেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর তারা ১৫ বছর ধরে যা করেনি, আমি করে দেখিয়েছি। আমি সমাজের প্রতিটি স্তরের জন্য উন্নয়নের জন্য কাজ করেছি। বিহারে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। মহিলারা গভীর রাত অবধি আজ ঘুরে বেড়াতে পারেন। তারা এখন আমার কাজের সাফল্য নেওয়ার চেষ্টা করছে।” পাশাপাশি তিনি বলেন, “আমি আমার পুরনো জায়গায় এসেছি, আর জায়গা বদল করব না।”
এদিকে ভোট পর্ব শুরুর আগে নীতীশকে খোঁচা দিয়ে তেজস্বী যাদব বলেন, “প্রথমত, আমি আমাদের মুখ্যমন্ত্রীকে (নীতীশ কুমার) অভিনন্দন জানাতে চাই। একটানা নবম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে তিনি ইতিহাস রচনা করেছেন। এক মেয়াদে তৃতীয়বার শপথ নেওয়ার এমন অপূর্ব দৃশ্য আমরা দেখিনি।” এরপরই বিধানসভা ওয়াকআউট করেন আরজেডি বিধায়করা।