অনেকটাই স্থিতিশীল অভিনেতা মিঠুন চক্রবর্তী। আপাতত উদ্বেগের কোনও কারণ নেই। তাই আজ সোমবারই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিছুদিন কলকাতাতেই থাকবেন মিঠুন। একটি ছবির শুটিংয়েও অংশ নেবেন। তবে দিন তিনেক তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
মিঠুনকে দেখতে সোমবার সকাল সকাল হাসপাতালে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সৌরভ গঙ্গোপাধ্যায়, রমলা চক্রবর্তীও মিঠুনকে দেখতে যান। একসময়ে বামপন্থী রমলার হয়েও ভোটপ্রচার করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে।
আরও পড়ুন – নজরে হুগলি! আজই আরামবাগে প্রশাসনিক সভা-পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর, তুঙ্গে উন্মাদনা









































































































































