প্রায় এক বছর পর জামিন মঞ্জুর আপ নেতা মণীশ সিসেদিয়ার

0
1

তিনদিনের অন্তর্বর্তী জামিনে মঙ্গলবারই জেল থেকে মুক্তি পাচ্ছেন আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ভাইঝির বিয়ে উপলক্ষ্যে তাঁর জামিন মঞ্জুর করল দিল্লি আদালত। সোমবার এই রায় দেন বিচারক এম কে নাগপাল।

২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি দিল্লি আবগারি মামলায় প্রথম তৎকালীন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীকালে ৯ মার্চ আবগারি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। এরপর সুপ্রিম কোর্টেও তাঁর জামিন মঞ্জুর হয়নি।

সোমবার প্রায় একবছর পরে জেল থেকে বাইরে আসছেন মণীশ সিসোদিয়া। ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়।