কেরল সফর কাটছাঁট করে সন্দেশখালির উদ্দেশ্যে ছুটে এসেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ, সোমবার কেরল থেকে কলকাতা বিমানবন্দরে পা রেখে সোজা সন্দেশখালির পথে রওনা হন রাজ্যপাল। কিন্তু মাঝপথে বাধার মুখে পড়তে হল তাঁকে।
কেন্দ্রের মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণ ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা। মমতা বন্দোপাধ্যায় সরকার ২১ ফেব্রুয়ারির মধ্যে রাজকোষ থেকে সমস্ত ভুক্তভোগীদের বকেয়া মিটিয়ে দেবেন। যদিও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ চলছেই।
১০০ দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে সোমবার মিনাখাঁর বামনবাজারের কাছে তাঁর কনভয় আটকানো হল। কালো পতাকা, প্ল্যাকার্ড নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। ফলে বেশ কিছুক্ষণ আটকে পড়েন তিনি। যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা, গ্যাসের মূল্যবৃদ্ধি-সহ একাধিক দাবিতে মিনাখাঁয় বাসন্তী হাইওয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই বিক্ষোভের মুখে পড়ে রাজ্যপালের কনভয়। এই ঘটনায় বেশ কিছুক্ষণ আটকে ছিলেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান রাজ্যপাল।
আরও পড়ুন- আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মিঠুন








































































































































