গভীর নিকাশি নালার মাটি চাপা পড়ে চার নাবালকের মর্মান্তিক মৃত্যু উত্তর দিনাজপুরের চোপড়ায়। একসঙ্গে চার শিশুর মৃত্যুতে গোটা এলাকায় খুব দ্রুত শোকের ছায়া নেমে আসে। বিএসএফ-এর নিকাশি নালা তৈরির কাজ চলার সময়ই দুর্ঘটনা ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিএসএফ-এর ওপর ক্ষোভ উগরে দেয়।

উত্তর দিনাজপুরের চোপড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চেতনাগজ এলাকায় BSF-এর নিকাশি নালা তৈরির কাজ করছিল CPWD। স্থানীয় গ্রামের শিশুরা সেখানেই খেলছিল। সেই সময় চারটি নাবালক নালার ভিতর পড়ে যায়। উঁচু মাটির দেওয়াল তাঁদের ওপর ধসে পড়ে। দ্রুত বাকি নাবালকদের শোরগোলে ছুটে আসে গ্রামবাসীরা। তাঁরা চার নাবালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

মৃত শিশুদের নাম গোলাম মোস্তাফা(৫), মদম্মদ ইসলাম(৫), ইউসুফ আলি(৬), তালেব আলি(১২)। দেহগুলি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনায় BSF-র নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। ওই এলাকায় গ্রামের শিশুরা খেলা করে, একথা জানার পরও খোলা নালার কাজ কীভাবে করছিল কেন্দ্রীয় পূর্ত দফতর, প্রশ্ন তুলছেন স্থানীয়রা।





































































































































