মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির ভিতর জীবন্ত পুড়ে মৃত্যু পাঁচ যাত্রীর

0
2

উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে (Yamuna Expressway) মর্মান্তিক দুর্ঘটনায় বাসের মধ্যে জীবন্ত পুড়ে মৃত্যু হল পাঁচ পর্যটকের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার (Mathura) কাছে। বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। গাড়ি থেকে বেরোতে না পেরে মর্মান্তিক মৃত্যু হয় গাড়ির যাত্রীদের।

সোমবার সকালে বিহার থেকে দিল্লির দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। যমুনা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাসটি। তারপরই সেটি ঘুরে গিয়ে গোটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে পড়ে। বাসে তখন ৪০ জন যাত্রী ছিলেন। তাঁরা দ্রুত নামতে থাকেন বাস থেকে। ততক্ষণে বাসে আগুন ধরে গিয়েছিল।

এরই মধ্যে বাসের পিছন থেকে আসা একটি গাড়ি আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকা বাসে এসে ধাক্কা মারে। জ্বলন্ত বাসে ধাক্কা মারায় গাড়িতে সাথে সাথে আগুন ধরে যায়। গাড়ির পাঁচ যাত্রী বেরিয়ে আসার কোনও সুযোগই পাননি। তাঁরা গাড়ির ভিতরই জীবন্ত দগ্ধ হয়ে যান। ঘটনাস্থলে দমকলের গাড়ি ও মথুরার পুলিশ সুপার (SP) শৈলেশ দুবে।