সন্দেশখালিকাণ্ডে নাটকীয় মোড়! জামিন পাওয়ার পরেই ফের গ্রেফতার উত্তম-বিকাশ

0
1

সন্দেশখালিকাণ্ডে নাটকীয় মোড়। সোমবার সন্ধেয় জামিন পাওয়ার পর ফের গ্রেফতার উত্তম সর্দার (Uttam Sardar) ও বিকাশ সিংহ (Bikash Singha)। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বসিরহাট আদালত (Court) চত্বরে।

সন্দেশখালিকাণ্ডে এদিন সন্ধেয় উত্তম সর্দারকে ২ হাজার টাকার বন্ডে জামিন দেয় বসিরহাট আদালত। জামিন পাওয়ার পরেই তৃণমূল (TMC) থেকে সাসপেন্ডেড উত্তম মন্তব্য করেন, মা-বোনেদের সাজিয়ে নিয়ে এসব করছে সিপিএম-বিজেপি (CPIM-BJP)। এমনকী তিনি বলেন, পুলিশ পুলিশের কাজ করবে। কিন্তু তারপরেই ফের উত্তমকে প্রথম আটক ও পরে গ্রেফতার করে পুলিশ।

এদিকে শনিবার উত্তম সর্দারের পরেই গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিংহকে। সোমবার আদালত (Court) থেকে জামিন পান তিনিও। এরপরে যখন তাঁকে নিয়ে বিজেপির কর্মী-সমর্থকরা রীতিমতো মালা পরিয়ে গাড়িতে তুলতে যান, তখনই তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: রেড রোডে শেষদিনের ধরনা মঞ্চ থেকে লোকসভায় ৪২-এ ৪২ করার ডাক তৃণমূলের

দু’জনকেই বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কোন মামলার প্রেক্ষিতে জামিন পাওয়ার পরেও উত্তম ও বিকাশকে গ্রেফতার করা হল তা এখনও স্পষ্ট নয়।