গাড়ি দু.র্ঘটনায় প্র.য়াত ২৪ বছরের অ্যাথলিট কেলভিন কিপটাম

0
3

মাত্র ২৪ বছরেই থেমে গেল জীবনের দৌড়। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন কেনিয়ার অ্যাথলিট কেলভিন কিপটাম। এবং কেলভিনের সঙ্গে প্রয়াত হয়েছেন তাঁর কোচ গারভাইস হাকিজিমানার। চার মাস আগে গত অক্টোবরে ম্যারাথনে বিশ্বরেকর্ড করেছিলেন তিনি।গত বছরের অক্টোবর মাসে শিকাগো ম্যারাথনে গড়েছিলেন বিশ্বরেকর্ড। ৪২ কিলোমিটার মাত্র ২ ঘন্টা ৩৫ সেকন্ডে সম্পুর্ণ করেন কেলভিন।

কেলভিনের মৃত্যু নিয়ে পুলিশ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাত ১১টায় দুর্ঘটনাটি ঘটে। সেই সময় গাড়িটিতে মোট তিন জন ছিলেন। কিপটাম নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কিপটাম ও তাঁর কোচের। তৃতীয় জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গতবছর অক্টোবর মাসে শিকাগো ম্যারাথনে ২ ঘণ্টা ৩৫ সেকেন্ড দৌড়ে বিশ্বরেকর্ড গড়েন কেলভিন। ২৪ বছর বয়সী কিপটম তৃতীয়বার ম্যারাথনে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এলিউড কিপছোগের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন তিনি।

আরও পড়ুন- জাদেজার পর এবার মুখ খুললেন স্ত্রী রিভাবা, শ্বশুরের করা অভিযোগ নিয়ে কী বললেন তিনি?