ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের তিন জন সদস্যের দেহ। মৃতদের মধ্যে রয়েছে ১২ বছরের এক নাবালকও। যদিও কী কারণে মৃত্যু তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঋণের দায়েই আত্মহত্যা করেছেন সকলে। উত্তরপ্রদেশের আগরায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, রবিবার সকালে ওই বাড়ি থেকে তরুণ নামে এক ব্যবসায়ী, তাঁর স্ত্রী এবং ছেলের দেহ উদ্ধার করে পুলিশ। প্রথম এই দৃশ্য সকালে কাজ করতে এসে দেখতে পান পরিচারিকা। তিনি দেখেন বাড়ির দরজা খোলা। পরিচারিকা ঘরে ঢুকে দেখেন সিলিং থেকে ঝুলছে বাড়ির মালিকের দেহ। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বাড়িতে তল্লাশি চালানোর সময় বাড়ির অন্যান্য ঘর থেকে এক মহিলা এবং শিশুর দেহ উদ্দার করে তারা।পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।