রবিতেও শীতের জোরালো ব্যাটিং, সরস্বতী পুজোয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

0
3

১৪ ডিগ্রির আশেপাশে কলকাতার পারদ, শীত শীত অনুভূতি থাকবে আরও ২৪ ঘণ্টা। হাওয়া অফিস (Weather Department)বলছে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।সরস্বতী পুজোর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায়।বৃহস্পতিবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। তার আগে আজ কয়েক পশলা ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।

শেষ বেলায় শীতের জোরালো ইনিংসে ব্যাঘাত ঘটাতে বৃষ্টির আগমন। গত সপ্তাহের পর আগামী সপ্তাহেও বৃষ্টির জেরে উত্তরে হাওয়া বাধা পাবে। মঙ্গলবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি (Rain forecast) আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারের মধ্যে ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।