নয় নয় করে ১৫ বছরে পা দিল স্পাইন রিসার্চ ফাউন্ডেশন এসআরএফ প্রাথমিক উদ্দেশ্য ছিল আর্থিকভাবে অসচ্ছ্বল রোগীদের মেরুদন্ডের সুচিকিৎসা দেওয়া পাশাপাশি চিকিৎসকদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া। বর্তমানে অছি পরিষদে রয়েছেন অভিজিৎ দেব, ডাক্তার তৃণাঞ্জন সারেঙ্গী এবং সৌনভ বসু। চিকিৎসক তৃণাঞ্জন সারেঙ্গী বলেন, ২০০৯ সালে এসআরএফ পূর্ব ভারতে প্রথম অস্ত্রপ্রচারের সময় ইন্ট্রা অপারেটিভ নিউরাল মনিটরিং এর ব্যবহার করে। মেরুদন্ডের অস্ত্রপ্রচারে এই পদ্ধতি নতুন দিগন্তের সূচনা করেছে।
ম্যানেজিং ট্রাস্ট হিসেবে আছেন ডাক্তার সৌমজিৎ বসু। বিগত বছরগুলিতে এসআরএফ প্রায় ২৫০ রোগীর মেরুদন্ডের চিকিৎসা করেছে। সংস্থা জানিয়েছে দেশের প্রায় পঞ্চাশেরও বেশি তরুণ চিকিৎসককে মেরুদন্ডের চিকিৎসা প্রশিক্ষণের সুযোগ করে দিতে পেরেছে তারা।বর্তমানে মেরুদন্ডের সমস্যা সমাধানে লক্ষ্যে এসআইএফ এর সদস্যরা মৌলিক চিকিৎসা গবেষণায় নিয়োজিত।






































































































































