ঝুলে রইল ভাগ্য! পুননির্বাচন ঘোষণা করতেই অগ্নিগর্ভ পাকিস্তান, সরকার গঠনের দাবি ইমরানের

0
1

সময় যত গড়াচ্ছে ততই জলঘোলা হচ্ছে পরিস্থিতি। বৃহস্পতিবার পাকিস্তানের (Pakistan) সাধারণ নির্বাচনের পর ৩ দিন কেটে গেলেও এখনও নির্বাচনী ফলাফল প্রকাশ হয়নি। আর সেকারণেই শনিবার রাত ধীরে ধীরে অশান্ত হতে থাকে পরিস্থিতি। রবিবার প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ফলপ্রকাশ ঠিক কখন হবে তা জানা যায়নি। এদিকে নির্বাচন কমিশনের (Election Commission Pakistan) তরফে একাধিক বুথে পুননির্বাচনের (Re Election) ঘোষণা করার পরই রবিবার সকাল থেকেই পাকিস্তান (Pakistan) জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা। এদিকে জানা যাচ্ছে এখনও একাধিক আসনে এখনও বাকি রয়েছে গণনা। তবে সময় যত গড়াচ্ছে পাকিস্তানের মসনদে কে বসবেন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। জেলবন্দি ইমরান খানের দাবি, তিনিই সরকার গঠন করবেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত পাকিস্তানের ২৬৫ আসনের মধ্যে ২৫০টিরও বেশি আসনে ফল ঘোষণা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১০ আসনের গণনার কাজ। তবে সেই গণনার কাজ কখন শেষ হবে তা স্পষ্টভাবে জানা যায়নি। এদিকে আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের একাধিক বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে পাকিস্তানে এমন টালবাহানা দেখে বিরোধীদের অভিযোগ, পাকিস্তানের নির্বাচনে ব্যাপক রিগিং ও কারচুপি হয়েছে। এদিকে এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ৯৩টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। অন্যদিকে, নওয়াজ শরিফের দল পিএমএল-এন ৭৩টি আসনে জয়ী হয়েছে। এছাড়া বিলাওয়াল ভুট্টোর দল ৫৪টি আসনে জয়লাভ করেছে। অন্যান্যরা পেয়েছে ৩৩টি আসন। এদিকে, পিটিআই, পিপিপি ও পিএমএল-এন সকলেই আলাদা আলাদাভাবে বিভিন্ন আদালতে রিগিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছেন।

তবে সময় যত গড়াচ্ছে পাকিস্তানেও প্রকট হচ্ছে ঘোড়া কেনাবেচার খেলা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পাকিস্তানের রাজনীতিতে আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যেই পাকিস্তানে কে সরকার গড়বে, তা-ও নিশ্চিত হয়ে যাবে। এদিকে ইমরানের দলকে রুখতে নওয়াজের সঙ্গে বিলাবল ভুট্টোর দল পিপিপি হাত মেলাতে চলেছে বলে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর সবকিছু ঠিকঠাক থাকলে তাঁদের জোট পাকিস্তানে সরকার গঠন করবে নওয়াজ শরিফের পিএমএল-এন।