দেব-ক্ষোভ! তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান বদল, শঙ্করের জায়গায় রাধাকান্ত

0
4

দেবকে নিয়ে অডিও টেপ প্রকাশ। আহত ঘাটালের সাংসদ দীপক অধিকারী (Dipak Adhikari)। শনিবার, দফায় দফায় তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক। রবিবারই সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে শঙ্কর দলুইকে (Shankar Dalui) সরিয়ে দিল তৃণমূল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে রাধাকান্ত মাইতিকে (Radhakanta Maiti)। এই ঘোষণার পরেই প্রেস বিজ্ঞপ্তি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের তরফে খুশি প্রকাশ করা হয়।

লোকসভা ভোটের মুখেই তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন ঘাটালের সাংসদ। এর মধ্যেই দেবের বিরুদ্ধে একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অডিওতে কণ্ঠস্বর শঙ্কর দলুইয়ের (Shankar Dalui) বলে অভিযোগ করেন অনেকেই। অডিওটির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন সাংসদ-অভিনেতা দেব। লোকসভায় ইঙ্গিতপূর্ণ বক্তৃতা ও নিজের ইনস্টা প্রোফাইলে ছবি-সহ ক্যাপশন পোস্ট করেন দেব।

এরপরেই দেবের রাজনৈতিক সন্ন্যাসের জল্পনা জোরাল হয়। এই পরিস্থিতি শনিবার বিকেল ৪টের পরে অভিষেকের সঙ্গে বৈঠক করতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে যান দেব। প্রায় এক ঘণ্টার বৈঠক সেরে সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ে বাড়ি যান। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে বলা হয়, কয়েকটি জায়গা থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। তবে দুটি বৈঠকের পরে সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেন দেব। বলেন, ‘আমি রাজনীতি ছেড়ে দিলেও রাজনীতি আমাকে ছাড়বে না।’ এর থেকেই এক প্রকার স্পষ্ট হয় যে ঘাটাল থেকেই ফের প্রার্থী হবেন দেব। আর এদিকে রাত পেরোতেই শঙ্কর দলুইকে সরিয়ে দিল তৃণমূল।

আরও পড়ুন: পলিটেকনিকে মহিলা আসন সংরক্ষণ, ভোকেশনাল ট্রেনিং নিয়েও বড় সিদ্ধান্ত রাজ্যের!

পদ থেকে সরে যাওয়ার পরেই অবশ্য পরবর্তী চেয়ারম্যানকে অভিনন্দন জানান শঙ্কর দলুই।  বলেন, “আমি রাধাকান্তবাবুকে অভিনন্দন জানাচ্ছি। নিশ্চই দল ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমার সঙ্গে দলের কোনও কথা হয়নি। যা ভালো ভেবেছে সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।“