কেরলের ৪৪৮ রানের লক্ষ্যে তৃতীয় দিনের বাংলার দ্বিতীয় ইনিংসে রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ৭৭ । ক্রিজে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। ৩৩ রানে অপরাজিত তিনি। জয়ের জন্য বাংলার দরকার ৩৭২ রান। প্রথম ইনিংসে ৩৬৩ রান তোলে কেরল। তার জবাবে জলজ সাক্সেনার বল হাতে দাপটে বাংলা মাত্র ১৮০ রানেই গুটিয়ে যায়। মাত্র ৬৮ রানে ৯ উইকেট নেন জলজ। প্রথম ইনিংসে ১৮৩ রানে লিড পায় সঞ্জু সামসনের দল। দ্বিতীয় ইনিংসেও দাপট দেখায় কেরল।৬ উইকেটে ২৬৫ রান তুলে, ইনিংস ডিক্লেয়ার করে দেন সঞ্জু।জয়ের জন্য বাংলার টার্গেট দাঁড়ায় ৪৪৮ রান। আর এই রান তাড়া করতে নেমে চাপে মনোজ তিওয়াড়ির দল।
দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাপট দেখায় কেরল। কেরলের হয়ে ৫১ রান করে করেন কান্নুমাল এবং সচিন বেবি। ৫০ রান করেন শ্রেয়স গোপাল। ৩৭ রান করেন জলজ সাক্সেনা। ৩৬ রান অক্ষয় চন্দ্রন। বাংলার হয়ে তিন উইকেট নেন শাহবাজ আহমেদ। একটি করে উইকেট নেন, অঙ্কিত মিশ্র, করণ লাল এবং রানজোত সিং।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ৩ রানে আউট রানজোত । ৩১ রান করেন সুদীপ কুমার ঘরামি। কেরলের হয়ে একটি করে উইকেট নেন জলজ সাক্সেনা এবং শ্রেয়াস গোপাল। দিনের শেষে চাপে মনোজরা। তবে এই ম্যাচ জেতা ছাড়া কোন উপায় নাই বাংলার। কারণ কেরলের বিরুদ্ধে এই ম্যাচ হারলে বাংলার পক্ষে আর কোনও ভাবেই রঞ্জির নক আউটে ওঠা সম্ভব হবে না।
আরও পড়ুন- মোহনবাগান জয় পেলেও, দলের খেলায় খুশি নন বাগান কোচ হাবাস









































































































































