দাদাদের পর ব্যর্থ ভাইয়েরাও, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ট্রফি হাতছাড়া টিম ইন্ডিয়া

0
1

হলো না এবারও। দাদাদের পর ব্যর্থ ভাইয়েরাও। হলো না বদলা নেওয়াও। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি হাতছাড়া ভারতের। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এদিন ফাইনালে ভারতকে ৭৯ রানে হারাল অজিরা। ফাইনালে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটারেরা। ব্যাটিং ব্যর্থতা ডোবাল দলকে।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে ৫৫ রান করেন হরজাস সিং। ৪৮ রান করেন অধিনায়ক হিউ ওয়েবগেন। ৪৬ রান করেন ওলিভার। ভারতের হয়ে তিন উইকেট নেন রাজ লিম্বানি। দুটি উইকেট নেন নমন তিওয়াড়ি। একটি করে উইকেট নেন সৌমি পান্ডে এবং মুশের খান।

জবাবে ব্যাট করতে নেমে ১৬৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে লড়াই চালান আদর্শ সিং। ৪৭ রান করেন তিনি। ৪১ রান করেন মুরুগান অভিষেক । ৩ রান করেন আরসিন কুলকার্নি। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ উদয় সারান এবং সচিন ধাস। ৮ রান করেন উদয় । ৯ রান করেন সচিন। অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন মাহলি ব্রেডম্রন এবং র‍্যাফ ম্যাকমিলিন। একটি করে উইকেট নেন ক্লাম এবং অ্যান্ডারসন।

আরও পড়ুন- কতটা সুস্থ রাহুল? তৃতীয় টেস্টের আগে নিজেই দিলেন বড় আপডেট