মেলার ভিড়ের মাঝেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল দুধের ট্যাঙ্কার (milk tanker)। সিকিমের রানিপুলের কাছে ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন,ট্যাঙ্কারটি প্রথমে মেলার মাঠের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িকে ধাক্কা মেরে সোজা মেলার মাঠে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হন বহু মানুষ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যায়, আহত প্রায় শতাধিক। এদের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।
মেলার মধ্যে তীব্র বেগে ট্যাঙ্কার ঢুকে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায় পুরো চত্বরে। ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হওয়ার পাশাপাশি ভিড়ে পদপিষ্ট হন অনেকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ট্যাঙ্কারটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল তা এখনও জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি না চালকের গাফিলতি, তা তদন্ত করে দেখছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।