শনিবার সকালেই অসুস্থতা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আচমকা অসুস্থতার খবর পেয়ে এদিন সকালে ৯টা নাগাদ মিঠুনকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

হাসপাতাল সূত্রে জানা যায়, মিঠুন চক্রবর্তী এদিন সকালে হঠাৎ অনুভব করেন যে তাঁর ডান হাতে কিছুটা দুর্বলতা আছে, সেই খবর তাঁর ঘনিষ্ঠ মহলে ছড়িয়ে পড়ে। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসেন সোহম। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন। আপাতত স্থিতিশীল আছেন তিনি। মাইল্ড স্ট্রোক হয়েছিল তাঁর। এমআরআই করা হয়েছে। এরপর তাঁকে নিউরো আইসিইউতে রাখা হয়। তবে পরবর্তীকালে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।

মিঠুন চক্রবর্তীকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তাঁর সহ অভিনেত্রী দেবশ্রী রায়ও। হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তীকে কেবিনে স্থানান্তরিত করা হবে বলে জানালেন দেবশ্রী । এরপর মিঠুনকে দেখতে হাসপাতালে যান পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও।
হাসপাতাল থেকে বেরিয়ে রাজ জানা, ”মিঠুনদার সঙ্গে কথা হল। উনি জানিয়েছেন, সুগার লেভেল বেড়ে গিয়েছিল। তবে কোনরকম ব্রেন স্ট্রোক হয়নি। এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। সম্ভবত আগামীকাল (রবিবার) তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”






































































































































