আগামিকাল আইএসএল-এর পরবর্তি ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। শেষ ম্যাচে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে ড্র করেছিলো সবুজ-মেরুন। আইএসএল-এ লাস্ট বয় হায়দরাবাদ এফসি। এখনও একটা ম্যাচ জেতেনি তারা। প্রতিপক্ষ দুর্বল হলেও, ম্যাচকে হালকা ভাবে নিচ্ছেন না বাগান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। বরং এই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চান হাবাস।
এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, হায়দরাবাদ তো এখনও আইএসএলে খেলছে। দল নামাচ্ছে। কালকে আমাদের বিরুদ্ধেও খেলতে নামবে। তাই সেই দলকে দুর্বল বলি কী করে? প্রত্যেকটা ম্যাচ আমাদের পক্ষে জেতা সম্ভব নয়। আলাদা আলাদা দলের বিরুদ্ধে খেলতে হয়। কিন্তু আমরা জিততেই মাঠে নামি। চাপ তো সব ম্যাচেই থাকে। সেটা সামলেই তিন পয়েন্ট পেতে হয়। আমরা পেশাদার। তাই পেশাদারের মতোই খেলতে নামব। বিপক্ষ দলে যারা রয়েছে তারাও পেশাদার এবং নিজেদের কাজটা জানে।”
এদিকে চোটের কারণে শনিবারের ম্যাচে খেলতে পারবেন না আনোয়ার আলি এবং ব্রেন্ডন হ্যামিল। কার্ড সমস্যায় নেই লিস্টন কোলাসো এবং দীপক টাংরি। এই প্রসঙ্গে হাবাস বলেন, “আমি কোনও অজুহাত দিতে চাই না। কাল ম্যাচ রয়েছে। সেখানে আমাদের খেলতে হবে। সেরা একাদশ নামানোর চেষ্টা করব। আমার খেলোয়াড়েরা প্রস্তুত। আমি ম্যাচের আগে পরিস্থিতি অনুযায়ী দল তৈরি করব।” তবে আগামিকাল ম্যাচে হুগো বৌমোস খেলবেন কিনা সেই নিয়ে কিছু পরিস্কার করলেন হাবাস। এই নিয়ে তিনি বলেন, “ কাল আপনারা দেখতেই পাবেন। আজ কোনও উত্তর দেব না।”
আরও পড়ুন- রঞ্জিট্রফিতে বাংলার বিরুদ্ধে দুরন্ত সচিন, প্রথম দিনের শেষে কেরলের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২৬৫