গ্যাস কেনার ক্ষমতা নেই, গরিব মানুষকে এবার রাজ্য বিনামূল্যে দেবে ধোঁয়াহীন ওভেন

0
1

রান্নার গ্যাসের অস্বাভাবিক দাম। সাধারণ মধ্যবিত্তের হেঁসেলে “আগুন”। উজালা গ্যাসও ব্যবহার করার ক্ষমতা নেই অনেক মানুষের। এবার তাই নিম্নবিত্ত গরীব মানুষকে ধোঁয়াহীন উনুন দেওয়ার সিদ্ধান্ত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিনামূল্যে ধোঁয়াহীন ওভেন দেওয়া হবে রাজ্যের এক কোটি পরিবারকে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারকে এটা দেওয়া হবে বলে জানা গিয়েছে। জ্বালানি হিসাবে যাই ব্যবহার করা হোক না কেন, কোনও ধোঁয়া বের হবে না। জানা গিয়েছে, বিডিও-র কাছে আবেদন করতে হবে এই উনুন পওয়ার জন্য।

আরও পড়ুন- দেশের মোট ভোটার ৯৬ কোটি, পুরুষ ভোটারের থেকে বেশি বৃদ্ধি মহিলা ভোটার