ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন পৃথ্বী

0
2

বাংলার বিরুদ্ধে রান না পেলেও, ছত্তিশগড়ের বিরুদ্ধে রান পেলেন মুম্বই ব্যাটার পৃথ্বী শা। ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলতে নেমে ব্যাট হাতে করলেন ১৫৯ রান । আর এই রান করার সুবাদে নজির গড়লেন তিনি।

পৃথ্বীই প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি রঞ্জিতে দু’টি ম্যাচে প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে শতরান করলেন। ২৪ বছরের পৃথ্বী শুক্রবার প্রথম সেশনেই শতরান করেন। ২০২২-২৩ মরশুমে একই কাজ করেছিলেন পৃথ্বী। সেবার অসমের বিরুদ্ধে প্রথম সেশনে শতরান করেছিলেন তিনি। সবার ৩৭৯ রান করেন তিনি। স্বাধীনতার পর রঞ্জিতে এখনও পর্যন্ত সেটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এবারও সেই কীর্তি গড়লেন পৃথ্বি। শুক্রবার, ছত্তিশগড়ের বিরুদ্ধে ১৮৫ বলে ১৫৯ রান করেন পৃথ্বী। ৮৫.৯৪ স্ট্রাইক রেট বজায় রেখে এই ইনিংসে মেরেছেন ১৮টি চার ও ৩টি ছক্কা। এরমধ্যে শতরান এসেছিল লাঞ্চের আগে।

এদিন রঞ্জিট্রফির ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলতে নামে মুম্বই । সেখানে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক অজিঙ্কে রাহানে। প্রথম দিনের শেষে মুম্বইয়ের রান সংখ্যা ৪ উইকেট ৩১০।

আরও পড়ুন- আগামিকাল আইএসএল-এর পরবর্তি ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষকে সমীহ হাবাসের