কেন্দ্রীয় বঞ্চনার পরও ১০০দিনের কাজের টাকা না পাওয়া ২১ লক্ষ ভুক্তভোগীর পাওনা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেওয়ার যে ঘোষণা রেড রোডের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করেছিলেন তা নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার জুড়ে তিনশোর বেশি শিবির খোলা হচ্ছে। যেখানে জব কার্ড হোল্ডাররা নাম নথিভুক্ত করাতে পারবেন প্রয়োজনীয় নথি দেখিয়ে। সকলের সুবিধার জন্য ক্যাম্পগুলি অঞ্চল ভিত্তিক করা হবে। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি এই শিবির চলবে।
এরপর নথি যাচাই করা হবে। এবং চূড়ান্ত তালিকা তৈরি করে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের তরফে তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তারপরই মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সকলে তাঁদের ন্যায্য পাওনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত পেয়ে যাবেন।