বিধানসভায় বাজেট পেশের পর নিজের ঘর থেকেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা সম্প্রচার হওয়ার কথা ছিল বিধানসভার প্রেস কর্নারেও। তবে সেই সময় প্রেস কর্নারে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের কারণে তা সম্প্রচার হয়নি। মুখ্যমন্ত্রীর সম্প্রচার আটকে দেওয়া হয় বিজেপির তরফে। এই ঘটনায় বিধানসভায় প্রেস কর্নার ব্যবহারে নিয়ে নয়া নিয়ম লাগু করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার সকাল থেকেই বন্ধ ছিল বিধানসভার প্রেস কর্নার। বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে প্রেস কর্নার ব্যবহার নিয়ে নতুন নিয়মের কথা জানিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ। তিনি জানান, অধিবেশনের সময় স্পিকারের অনুমতি না নিয়ে বিধানসভার প্রেস কর্নার ব্যবহার করা যাবে না। অনুমতি থাকলেও ৪৫ মিনিটের বেশি সাংবাদিক বৈঠক করা যাবে না। উল্লেখ্য, এদিকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে বাধা দেওয়ার ঘটনায় তৎপর হয়েছে তৃণমূল। সেই ঘটনার পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অভিযোগ জানায় তৃণমূলের পরিষদীয় দল। পরিষদীয় দলের তরফে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন।







































































































































