দেশের মোট ভোটার ৯৬ কোটি, পুরুষ ভোটারের থেকে বেশি বৃদ্ধি মহিলা ভোটার

0
1

আসন্ন লোকসভা নির্বাচনের মোট ভোটার ৯৬.৮৮ কোটি। পুনেতে একটি সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ২০১৯ লোকসভা ভোটের থেকে গোটা দেশে ভোটারের পরিমাণ ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই জনসংখ্যা নিয়ে বিশ্বের সবথেকে বড় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ভারতে, এমনটাই জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে মহিলা ভোটার সংখ্যা বেড়েছে ১.৪১ কোটি। পুরুষ ভোটার বেড়েছে ১.২২ কোটি। মহিলা ভোটার বৃদ্ধির হার পুরুষ ভোটার বৃদ্ধির হারের থেকে বেশি হওয়ায় খুশি কমিশন। পাশাপাশি সংবেদনশীল জনজাতির মানুষদের ভোটার তালিকায় নাম তোলার দিকে বিশেষ নজর রেখেছে কমিশন, এমনটাই দাবি রাজিব কুমারের। এই জনজাতির ১০০ শতাংশ মানুষের নাম তোলাই লক্ষ্য কমিশনের।

এর পাশাপাশি যুব সম্প্রদায়ের প্রায় ২.৬৩ কোটি নতুন ভোটার এই তালিকায় সংযোজিত হয়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশনের তরফে ১৬ এপ্রিল তারিখটি সামনে রেখে যাবতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হলেও ওই দিনটিকে প্রস্তুতি হিসাবেই জানানো হল কমিশনারের তরফে।