শীর্ষ আদালতের নির্দেশে মুক্তির পরও জেলে ফেরত যেতে হয়েছিল বিলকিস বানোর ধর্ষকদের। জেলে জেলবন্দি হওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যে প্যারোলে মুক্তি পেয়ে গেল এক ধর্ষক প্রদীপ রমন লাল মোধিয়া। গুজরাট হাইকোর্ট তাঁর ৫ দিনের প্যারোল মঞ্জুর করে। গত ৭ ফেব্রুয়ারি শ্বশুরের মৃত্যুর পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন মোধিয়া। সেইমতো তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে আদালতের তরফে।
জানা গিয়েছে, শ্বশুরের মৃত্যুর জেরে বিলকিস বানো গণধর্ষণ মামলার অন্যতম অপরাধী প্রদীপ মোধিয়া গুজরাট হাইকোর্ট থেকে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি চান। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এতদিনের ছুটির আবেদন মঞ্জুর না করলেও ৫ দিনের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দিয়েছে আদালত। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন তিনি। ফলে আত্মসমর্পণের ১৫ দিনের মাথায় জেল থেকে বেরিয়ে জেল থেকে বেরিয়ে দাহোদ জেলায় নিজ গ্রাম রাধিকাপুরে ফেরেন মোধিয়া।
এ প্রসঙ্গে দাহোদের লিমখেদা এসপি বিশাখা জৈন বলেছেন, “হাইকোর্ট দোষী মোধিয়াকে প্যারোলে মঞ্জুর করেছে এবং সে পাঁচ দিনের জন্য তার গ্রামে ফিরেছে। প্যারোলের শর্ত অনুযায়ী তাকে থানায় রিপোর্ট করতে হবে না। প্যারোলের সময় জেলা পুলিশের কোনো ভূমিকা নেই। আশা করছি তিনি নিজে থেকেই জেলে ফিরবেন।”