পশ্চিমী ঝঞ্ঝা সরতেই ফিরল শীত! রাজ্যে কতদিন ‘নিম্নমুখী’ পারদ? বড় আপডেট আলিপুরের

0
2

হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাসই সত্যি হল। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই রাজ্যে আবার ফিরল শীত। উত্তর-পশ্চিমী বাতাস রাজ্যে প্রবেশ করতেই ধীরে ধীরে নামতে শুরু করেছে পারদ (Temperature)। একদিনেই তিন ডিগ্রির বেশি পারদপতন কলকাতায় (Kolkata)। তবে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office) সূত্রে খবর, এই আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না।

মূলত জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীত কার্যত বাংলা থেকে মুখ ফিরিয়েছিল। কলকাতা থেকে জেলা, সর্বত্রই একই ছবি সামনে আসে। তাতেই মনে বিষাদের মেঘ শীতপ্রেমীদের মনে। এরপরই হাওয়া অফিস জানায় এখনই আশাহত হওয়ার নেই। দ্রুত বদলাতে পরিস্থিতি। ফের কমবে পারা। আবারও উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপট বাড়বে বাংলার বুকে। আর তার জেরেই পারদ পতন হবে জেলায় জেলায়। সামনেই সরস্বতী পুজো, আর বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে বরাবরই ঠান্ডার আমেজ দেখেছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া অফিস বৃহস্পতিবার জানিয়েছে, কলকাতার তাপমাত্রা এক ঝটকায় নেমেছে অনেকটাই। মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। পাশাপাশি ১২-১৩ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে জেলার তাপমাত্রা।

তবে এদিন হাওয়া অফিস জানিয়েছে, হালকা শীত পড়লেও এই আমেজ সাময়িক। দিন তিনেক পর ফের তাপমাত্রা বাড়বে।