জীবনসঙ্গী হিসেবে ‘পুরুষবন্ধু’কে বেছে নিলেন বীরভূমের বাসুদেব!

0
1

ডিভোর্স হয়েছিল আগেই, এবার নতুন করে জীবন সফরে ‘পুরুষবন্ধু’কে বেছে নিলেন বীরভূমের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী (Basudeb Chakraborty)ওরফে বাসু। তাঁর কাণ্ডে চমকে উঠেছেন আত্মীয় থেকে পড়শিরা। তবে এক যুবকের আরেক যুবককে বিয়ের ঘটনায় করিধ্যার সেনপাড়ার বাসিন্দারা বেশ খুশি। চাঁদা তুলে তাঁরা প্রীতিভোজেরও আয়োজন করছেন বলে জানা যাচ্ছে। নববিবাহিত ‘পুরুষ দম্পতি’কে বরণ করার অপেক্ষায় এলাকাবাসী।

বুধবার রাতে আত্মীয় এবং প্রতিবেশীদের ভিডিয়ো কল করে নিজের বিয়ের কথা জানান ৩৭ বছরের বাসু। অনেকদিন আগেই স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এবার তিনি হাওড়ার এক যুবককে নিয়েই সংসার গুছিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এই বিয়ের খবর চাউর হতেই গ্রামে চর্চা শুরু হয়ে গিয়েছে। বীরভূমের মতো জেলায় এমন ঘটনায় প্রতিবেশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ছোট থেকে যাঁরা বাসুকে বড় হতে দেখেছেন, তাঁদের বেশির ভাগ লোকজনই বিয়েতে খুশি। এমনকি, বিবাহিত দুই যুবক বাড়ি ফিরলে তাঁদের বরণ করারও প্রস্তুতি নিয়েছেন তাঁরা। ছোট থেকে শাড়ি এবং চুড়িদারেই বেশি স্বচ্ছন্দ ছিলেন বাসু। কিন্তু এই যে মহিলাসুলভ মানসিকতা তাকে প্রশ্রয় না দিয়ে পরিবারের তরফে বিয়েও দেওয়া হয় বাসুর। কিন্তু একবছরের মাথায় স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু তারপর বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সেই বাসু এ বার তাঁর জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন হাওড়ার বাসিন্দা অমিত মালিককে। হঠাৎই বুধবার রাতে ভিডিয়ো কল করে বাসু জানান, তিনি বিয়ে করেছেন।