ফের মেজাজে ভারতীয় তারকা বোলার মহম্মদ শামি। প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার হাসান রাজার কথার পাল্টা দিলেন তিনি। গত বছর বিশ্বকাপের সময় হাসান রাজা আক্রমণ করেছিলেন ভারতীয় দলকে। জানিয়েছিলেন, অতীতে বহু বার নাকি বল বিকৃত করেছেন ভারতীয় বোলারেরা। সেই নিয়েই আবার মুখ খুললেন মহম্মদ শামি। জানালেন, ভারতের সাফল্য দেখলে পাকিস্তানের জ্বলন হয়।
এই নিয়ে এক সাক্ষাৎকারে শামি বলেন, “ ক্রিকেটকে হাস্যকর বানিয়ে ফেলেছে ওরা। একে অপরের সাফল্য সহ্য করতে পারে না। আপনাদের প্রশংসা করা হলে খুব খুশি হন। কিন্তু হেরে গেলে আপনাদের মনে হয় প্রতারণা করা হয়েছে। আমরা দলে থাকার সময় কী কী রেকর্ড তৈরি করেছি সেটা একবার দেখে নিন। আপনারা তার ধারেকাছেও আসবেন না।” এরপরেই হাসান রাজার কথার পরিপ্রেক্ষিতে শামি বলেন, “আমাদের দেখে ঈর্ষায় যে ওদের জ্বলন হয় সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই ধরনের ঈর্ষা থাকলে কোনও দিন সফল হওয়া যাবে না।”
প্রসঙ্গত, বিশ্বকাপে খেলতে নেমে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি হন। বিশ্বকাপের সময়েই চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও সম্ভবত খেলবেন না শামি।
আরও পড়ুন- কতটা সুস্থ জাদেজা? নিজেই দিলেন বড় আপডেট









































































































































