একই বাড়িতে থাকতেন ভাই-বোন। দু’জনই বৃদ্ধ। বেশ কিছুদিন তাঁদের দেখা পাচ্ছিলেন না প্রতিবেশিরা। এরপর বাড়ি থেকে দুর্গন্ধ আসে। সন্দেহ হওয়ায় প্রতিবেশিরা ওই বাড়িতে খোঁজ নিতে গেলে বাধা দেন বৃদ্ধ বাবলু ঘোষ। এরপরই তাঁর খবর দেন নেয়াপাড়া থানায়। ঘর খুলে চোখ কপালে ওঠে পুলিশের।
ঘটনা উত্তর ২৪ পরগনার ইছাপুরের বিধানপল্লী এলাকার। বন্ধ ঘর থেকে কৃষ্ণা ঘোষ(৬৫) নামে এক বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার করল নোয়াপাড়া থানার পুলিশ। সেই দেহ বেশ কয়েকদিন ধরে আগলে বসেছিলেন কৃষ্ণা ঘোষের দাদা বাবলু ঘোষ। পুলিশ বাবলুকে উদ্ধার করে চিকিৎসার জন্য বি এন বসু হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি তদন্ত করে দেখা হচ্ছে কীভাবে ও কবে ওই মৃহিলার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- বঙ্গ বিজেপির নির্বাচনী কমিটিতে দলবদলুদের রমরমা, ঠাঁই নেই আদি নেতা মনোজ টিগ্গার