অজিতের দখলে NCP, নতুন দল গড়ছেন শরদ পাওয়ার

0
1

অজিতের দলকে আসল এনসিপি বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে মারাঠা রাজনীতিতে নতুন দল গড়তে চলেছে একদা এনসিপি প্রধান শরদ পাওয়ার। জানা যাচ্ছে, নতুন দল গঠনে ইতিমধ্যেই দিল্লিতে বৈঠক সেরে ফেলেছেন শরদ। প্রাথমিকভাবে সেরে ফেলা হয়েছে সমস্ত পরিকল্পনা।

বুধবার সকালেই দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে উপস্থিত হন সুপ্রিয়া সুলে, বন্দনা চৌহান, সোনিয়া দুহান ও অদিতি নলওয়াড়ে। এ ছাড়াও শরদ পাওয়ারের বাড়িতে উপস্থিন হন হরিয়ানার মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। এইসব নেতৃত্বের উপস্থিতিতে দীর্ঘ বৈঠক হয় শরদের বাড়িতে। বুধাবরই শরদ পাওয়ারের নতুন পার্টির নাম ও নির্বাচনী চিহ্ন নিশ্চিত করার জন্য সময় দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সেখানেই সবটা চূড়ান্ত হতে পারে বলে খবর। সূত্র মারফত খবর, নতুন দলের নাম হিসাবে উঠে এসেছে, ‘শরদ পাওয়ার কংগ্রেস, এমই ন্যাশনালিস্ট বা শরদ পাওয়ার স্বভূমি পার্টি’-এর মতো নাম। পাশাপাশি নির্বাচনী চিহ্ন হিসাবে উঠে এসেছে এক কাপ চা, সূর্যমূখী ফুল, চশমা, উদিয়মান সূর্য।

উল্লেখ্য, সম্প্রতি অজিত পাওয়ারের কাছে নিজের দল এনসিপি-র চিহ্ন ও দলের নাম হারিয়েছেন শরদ। ইতিমধ্যে অজিত পাওয়ার শিবির একটি ক্যাভিয়েট দাখিল করেছেন সুপ্রিম কোর্টে। পাশাপাশি এই ক্যাভিয়েট দাখিল করা হবে মুম্বই ও দিল্লি হাই কোর্টেও। টালমাটাল এই পরিস্থিতিতে এবার নতুন দল গড়ার পথে শরদ।