যাঁরা ভালো কাজ করেন তাঁরা যোগ্য সম্মান পান না: লোকসভার আগে নীতিনের মন্তব্যে জল্পনা

0
3

লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে আক্ষেপের সুর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির গলায়। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানালেন, “যাঁরা ভালো কাজ করেন, তাঁরা যোগ্য সম্মান পান না, আর যাঁরা খারাপ করেন, তাঁরা শাস্তি পান না।” নির্বাচনের ঠিক আগে মোদি সরকারের মন্ত্রীর এহেন মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

জনসেবায় সেরা কাজের জন্য দেশের সাংসদদের সম্মানার্থে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল মুম্বইয়ে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গড়করি বলেন, “আমি সব সময় মজা করে বলি, যে পার্টিরই সরকার হোক না কেন, একটা জিনিস নিশ্চিত, ভালো কাজ করলে কখনওই সম্মান পাবেন না। আর যাঁরা খারাপ কাজ করে, তাঁরা কখনওই শাস্তি পাবেন না।” পাশাপাশি আরও বলেন, “এমন কিছু লোক আছেন যাঁরা তাঁদের আদর্শের উপর ভিত্তি করে দৃঢ় প্রত্যয় নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু এই ধরনের মানুষের সংখ্যা কমছে। আর আদর্শের অবনতি, যা ঘটছে, তা গণতন্ত্রের জন্য ভালো নয়।”

দেশের ‘হাইওয়ে ম্যান’ নামে পরিচিত নীতিন গড়কড়ি আরও বলেন, “আমাদের বিতর্ক ও আলোচনায় মতের পার্থক্য আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা ধারনার অভাব… ডানপন্থী না বামপন্থী হিসাবে নয়, আমরা পরিচিত হচ্ছি সুবিধাবাদী হিসাবে, কেউ কেউ এভাবে লিখে থাকেন। আর আমরা সবাই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকতে চাইছি।” দেশের বর্তমান সুবিধাবাদী রাজনীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের অস্থায়ী মেয়াদ থাকতে পারে। কারণ তাঁরা কখনও ক্ষমতায় আসেন বা যান। তবে তাঁদের নির্বাচনী এলাকায় তাঁদের কাজই এলাকাবাসীর কাছে তাঁদের সম্মান আর উত্তরাধিকারকে নির্ধারণ করে দেয়।