চোট-আঘাতও তাঁকে কাবু করতে পারেনি। পায়ে চোট নিয়েও সভা-সমাবেশ করেছেন। বাড়ি থেকেই সামলেছেন প্রশাসনিক কাজ। ১০১° জ্বর নিয়ে কি তিনি বিশ্রাম নেবেন? না। ফলে সেই অবস্থাতেই হাওড়ায় বুধবার হাওড়ার (Howrah) প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজেই জানালেন, “এই যে এখন আপনাদের সামনে কথা বলছি, গায়ে ১০১ টেম্পারেচর। টানা ৪৮ ঘণ্টা ধর্না দিয়ে কাশিটাও বেড়েছে।“
নিয়মিত হাঁটেন। নিজের ইনস্টাগ্রামে ট্রেডমিলে হাঁটার ছবিও পোস্ট করেছিলেন। আহারও করেন পরিমিত। হাঁটেন সবার আগে। মঞ্চে চোট-আঘাত ছাড়া কোনও দিন অসুস্থতার কথা শোনা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথা। কিন্তু সেই তিনি এদিন জানালেন, রঙের তীব্র গন্ধে গলা খুশখুশ, সর্দি ও ১০১° জ্বর রয়েছে তাঁর। বলেন, “এই যে এখন আপনাদের সামনে কথা বলছি, গায়ে ১০১ টেম্পারেচর। টানা ৪৮ ঘণ্টা ধর্না দিয়ে কাশিটাও বেড়েছে।“ রেড রোডের (Red Road) ধর্না মঞ্চে থেকে গলা বসে গিয়েছে। কিন্তু সেই অবস্থাতেই প্রশাসনিক সভায় আসেন মমতা। জানান, সাধারণত কোনও কর্মসূচি তিনি বাতিল করেন না। সেই কারণেই আসা।
সভা মঞ্চ থেকে উদ্বোধন, শিলান্যাসের পাশাপাশি কেন্দ্রে বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। সব শেষে বলেন, “এই যে আপনাদের কাছে এলাম, আমার টেম্পারেচার কমে গিয়েছে। আমি ভালো আছি।“