হেমা-কন্যার জীবনের এবার বিচ্ছেদের সুর। প্রায় বারো বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন ‘ধুম’ গার্ল। জল্পনার অবসান ঘটিয়ে স্বামী ভরত তখতানিকে (Bharat Takhtani) বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠাচ্ছেন এষা দেওল (Esha Deol)।

বেশ কিছুদিন ধরেই পারিবারিক অনুষ্ঠানে একাই অংশ নিচ্ছিলেন এষা। তখনই জল্পনা বাড়ছিল, বোঝা যাচ্ছিল হিরে ব্যবসায়ীর সঙ্গে দূরত্ব বাড়ছে নায়িকার। ২০১২ সালে যুগলে সাতপাকে বাঁধা পড়েন। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার এবং ২০১৯ সালে দ্বিতীয় কন্যা মীরার জন্ম দেন এষা। কিন্তু ভরত – এষার সুখী দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনে মন ভেঙেছে অভিনেত্রীর। স্বামী অন্যত্র লিভ ইন করছেন জানার পর থেকেই মেয়েদের নিয়ে হেমার (Hema Malini) কাছে থাকছেন এষা। ডিভোর্স জল্পনায় সিলমোহর দিয়ে যৌথ বিবৃতিতে এষা ও ভরত বলেন, ‘‘আমার যৌথসম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।’’ বচ্চন পরিবারের ভাঙ্গনের কানাঘুষোর মধ্যেই এবার ধর্মেন্দ্র কন্যার জীবনেও বিচ্ছেদের ঘোষণা প্রকাশ্যে।







































































































































