হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সন্দেশখালির ঘটনায় সিঙ্গল বেঞ্চ পুলিশ ও সিবিআই-এর যৌথ সিট গঠন করে তদন্তের যে নির্দেশ দিয়েছিল তার ওপর স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে পুলিশ যে তিনটি এফআইআর-এর তদন্ত রাজ্য পুলিশ করছিল, সেই তদন্তেও স্থগিতাদেশ জারি করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সন্দেশখালির ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য পুলিশ ও সিবিআই-এর যৌথ সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ইডি সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই তড়িঘড়ি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। বুধবার সেই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ এই মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। তার আগে কোনও পক্ষের তদন্ত চালানোয় স্থগিতাদেশ দিন আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৬ মার্চ।







































































































































