আদালতে ধাক্কা কেজরিওয়ালের, ১৭ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ বিচারকের!

0
1

বিপাকে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM)। আবগারি দুর্নীতি মামলায় ৫ বার কেন্দ্রীয় এজেন্সির সমন এড়ানোর পর এবার কড়া নির্দেশ দিল আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক দিব্যা মালহোত্রা।

ইডির তরফে গত ২ ফেব্রুয়ারি পঞ্চমবার কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। কিন্তু অন্যান্যবারের মতো সেদিন সকালেও আপ প্রধান জানিয়ে দেন, ইডি দফতরে তিনি যাচ্ছেন না। অন্যান্যবারের মতো এবারেও অরবিন্দ কেজরিওয়ালের সমর্থকরা দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁদের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ভোটের আগে বিরোধীদের টার্গেট করছে মোদি সরকার। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সাংসদ সঞ্জয় সিং-এর মতো সিনিয়র আপ নেতারা ইতিমধ্যেই একই মামলায় জেল হেফাজতে রয়েছেন। বারবার সমন এড়ানোয় ইডি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গত শনিবার দিল্লির আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ৬৩ (৪)ধারায় অভিযোগ জানায় কেন্দ্রীয় এজেন্সি। এই মামলায় বিগত বছরের এপ্রিল মাসে কেজরিওয়ালকে ৯ ঘন্টা ঘরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় আধিকারিকদের করা ৫৬ টি প্রশ্নকে ভুয়ো বলে জানিয়েছিলেন কেজরিওয়াল। তবে বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জানিয়ে দিল আর সমন এড়াতে পারবেন না কেজরিওয়াল। আপ সুপ্রিমোকে আগামী ১৭ ফেব্রুয়ারি ইডি দফতরে হাজিরা দিতেই হবে।