মার্চেই শুরু ২০২৪ আইপিএল। তবে এই টুর্নামেন্টের আগে বড়সড় বদল হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। গুজরাত টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়াকে নেওয়া হয়েছে মুম্বই দলে । শুধু দলে নেওয়াই নয়, রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে হার্দিককে। যেই সিদ্ধান্তে বইয়ে গিয়েছিলো বিতর্কের ঝড়। কেন সরানো হয়েছিলো রোহিতকে? সেই নিয়ে তখন কিছু না বললেও, এবার এই নিয়ে মুখ খুলল মুম্বই কতৃপক্ষ। কেন রোহিতকে সরিয়ে হার্দিককে নেতা করা হলো সেই নিয়ে মুখ খুললেন মুম্বইয়ের কোচ মার্ক বাউচার।
এই নিয়ে বাউচার বলেন, “এটা একেবারেই ক্রিকেটীয় সিদ্ধান্ত। আমরা হার্দিককে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এটা আমার কাছে একটা পরিবর্তনের সময়। কিন্তু ভারতে এটা সকলে বোঝে না। এখানে একটা আবেগ কাজ করে। আমি চেষ্টা করব রোহিতের থেকে ব্যাটার হিসাবে সেরাটা বার করে আনতে। রোহিত ওর ব্যাটিংটা উপভোগ করুক।আইপিএলে শুধু ক্রিকেট নয়, আরও কিছু থাকে। ওখানে ফোটোশ্যুট হয়। আরও অনেক কিছু হয় যেগুলোর সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। ওগুলো বিজ্ঞাপনের জন্য প্রয়োজন। সেখানে অধিনায়ককে থাকতে হয়।”
এরপর বাউচার আরও বলেন, “ রোহিত খুব ভাল মানুষ। ও অনেক দিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছে। সাফল্যও পেয়েছে। এখন ভারতকেও নেতৃত্ব দিচ্ছে। তাই ও যেখানেই যায় ক্যামেরা ওর পিছন পিছন ঘোরে। সেই সব সামলাতে ব্যস্ত থাকতে হয় ওকে। যার জন্য ব্যাট হাতে এখন সেভাবে সাফল্য পাচ্ছে না রোহিত। কিন্তু অধিনায়ক হিসাবে দুর্দান্ত। রোহিত মুম্বই দলের গুরুত্বপূর্ণ সদস্য। আশা করব নেতৃত্বের চাপ ওর উপর থেকে চলে যাওয়ায় আইপিএলে ব্যাট হাতে সেই পুরনো রোহিতকে দেখতে পাব।”
আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে নজির গড়লেন রোহিত