শুরু লোকসভা ভোটের কাউন্টডাউন! প্রস্তুতি দেখতে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ

0
2

শুরু হয়ে গেল লোকসভা ভোটের কাউন্টডাউন। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। এরই অঙ্গ হিসাবে রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মার্চ মাসের প্রথম সপ্তাহেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল রাজ্যে এসে ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তার আগে কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফর তাৎপর্যপূর্ণ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ১লা মার্চ বিকেলেই রাজ্যে আসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সন্ধেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকসহ দফতরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে ফুল বেঞ্চ বৈঠক। ২রা মার্চ সকাল দশটা থেকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে তাদের বক্তব্য, অভাব-অভিযোগ শোনা হবে। এরপর প্রত্যেক জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে। পরের দিন অর্থাৎ ৩রা মার্চ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে প্রথমে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। এরপর কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সব শেষে সাংবাদিক বৈঠকের কর্মসূচি রয়েছে। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা খবর সেই অনুযায়ী মার্চ মাসের ১০ তারিখের মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। তার আগেই বিভিন্ন রাজ্য ঘুরে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের ফুল বেঞ্চ।

আরও পড়ুন- ‘নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখো না’, সদ্যবিবাহিত তরুণীদের পরামর্শ সানিয়ার