প্রশ্নপত্র ফাঁ.স ঠেকাতে বিল আনল কেন্দ্রীয় সরকার

0
2

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বন্ধ করতে লোকসভায় বিল আনল মোদি সরকার। তবে যাঁরা সৎপথে পরীক্ষা দেবেন, তাঁদের এই বিলের আওতার বাইরে রাখা হয়েছে।সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মোকাবিলা করতে সংসদে সোমবার আনা হলো দ্য পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) ২০২৪ বিল। বিলে বলা হয়েছে, যাঁরা সরকারি আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করবেন অথবা উত্তরপত্র বিকৃত করবেন তাঁদের ১০ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী, জন অভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এদিন এই বিল পেশ করেন।

আরও পড়ুন- বিধানসভায় চোখের পরীক্ষা বিধায়কদের, উদ্যোগী স্পিকার