ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে নজির গড়লেন রোহিত

0
3

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টপকে গেলেন বিরাট কোহলিকে। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৪ এবং দ্বিতীয় ইনিংসে ১৩ রান করেন। এই রান করলেও রেকর্ড গড়েন ভারত অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রানের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করলেন রোহিত। এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে তাঁর রান ২২৪২ । সব মিলিয়ে তিনি রয়েছেন ১০ নম্বরে। ভারতীয়দের মধ্যে রোহিতের পরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩৬টি ম্যাচে তাঁর রান ২২৩৫। তৃতীয় স্থানে চেতেশ্বর পুজারা। ৩৫ ম্যাচে তাঁর রান ১৭৬৯। অজিঙ্কে রাহানে রয়েছেন চতুর্থ স্থানে। ২৯ ম্যাচে তাঁর রান ১৫৮৯। যদিও এর আগে ভারতীয় মধ্যে রোহিতই এক নম্বরে ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে রোহিতকে টপকে গিয়েছিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম দু’টি টেস্টে কোহলি খেলেননি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। সে কারণেই রোহিতের সামনে টপকে যাওয়ার সুযোগ এসেছে।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্ট জিতে সমতা ফিরিয়েছে ভারত। সিরিজের ফলাফল ১-১।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস