সাতসকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের (Rampurhat, Birbhum) মুনসুবা মোড়ের কাছে বড় দুর্ঘটনা। ম্যাটাডরের সঙ্গে মোটরচালিত ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে চার মহিলা শ্রমিকের। মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন। প্রত্যেকটি দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College Hospital) নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করছেন চিকিৎসকেরা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। জাতীয় সড়কে দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ স্থানীয়দের বিক্ষোভ অবরুদ্ধ হয় যান চলাচল, পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।