জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস! চড়ল পারদ, গায়েব শীত

0
1

শীতের ইনিংস কি শেষ? গত কয়েক দিনে বারবার এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। এর মাঝেই মঙ্গলবার দিনভর দক্ষিণবঙ্গের বারোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি।

বঙ্গোপসাগর থেকে এ রাজ্যে জলীয়বাষ্প প্রবেশের কারণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বিশেষ করে রাতের দিকে শীত শীত অনুভূতি প্রায় নেই বললেই চলে। ভোরে কোথাও হালকা কোথাও মাঝারি-ঘন কুয়াশা থাকলেও বেলা গড়াতেই তা সরে গেছে। হিমেল হাওয়া দুর্বল হতেই বাড়ল সর্বোচ্চ তাপমাত্রা। ৩০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। শীতের পাকাপাকি বিদায়ের কথা না জানালেও আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।