কুণালের মধ্যস্থতায় নিয়োগ, অনশন ভাঙলেন ডায়মন্ড হারবারে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা!

0
2

২০০৯ সালের চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবি নিয়ে গত পাঁচদিন ধরে অনশন করছিলেন। আজ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তাঁদের আন্দোলনমঞ্চে পৌঁছে যান তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সকলের সঙ্গে কথা বলে জট কাটিয়ে নিয়োগের আশা দেন। চাকরিপ্রার্থীদের দাবি ছিল ২০০৯ সালের ৪২০ জনের তালিকা প্রকাশ করতে হবে। সোমবার কুণাল (Kunal Ghosh) জানিয়েছিলেন আজ সকালেই ডিপিএসসি চেয়ারম্যান অজিত কুমার নায়েক (Ajit Kumar Nayek) প্যানেল প্রকাশ করবেন। কথা মতোই কাজ হল, প্রাইমারিতে নিয়োগ শুরু করল রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর তত্ত্বাবধানে কুণাল ঘোষের মধ্যস্থতায় কাটল জট। আন্দোলনের পাঁচ দিনের মাথায় ফলের রস আর জল খেয়ে অনশন ভাঙলেন চাকরিপ্রার্থীরা।

এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে পৌঁছে যান কুণাল ঘোষ। তাঁকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন অনশনকারীরা। তৃণমূল মুখপাত্র বলেন, একে একে নিয়োগ শুরু হয়েছে। রাজ্য সরকারের শিক্ষা দফতরের বিভিন্ন বিভাগে এই সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। তিনি চাকরিপ্রার্থীদের বলেন যেহেতু রাজ্য সরকার চেষ্টা করছে এবং এক ধাপ এগুলোও সম্ভব হয়েছে সেক্ষেত্রে আন্দোলনকারীরাও যদি একটু সহযোগিতা করেন তাহলে দুজনের মেলবন্ধনে সব জট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে। এরপরই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথায় চাকরিরপ্রার্থীরা তাঁদের পাঁচদিনের মাথায় অনশন ভাঙ্গেন। ফলের রস এবং জল খেয়ে অনশন তুলে নেন তাঁরা।

কুণাল জানান, চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি কোনও ধরনের সমস্যা তৈরি হয় সেগুলোকে দ্রুত সমাধানে উদ্যোগী রাজ্য সরকার এবং তিনি এই আন্দোলনকারীদের যে কোন অসুবিধায় তাঁদের পাশে আছেন বলেও আশ্বস্ত করেন।এই দিন ধর্না মঞ্চে উপস্থিত হয়ে পর্ষদ সভাপতি অজিত কুমার নায়েকের উপস্থিতিতে কুণাল ঘোষ আন্দোলনকারীদের অনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন এবং নিজে হাতে আন্দোলনকারীদের ফলের জুস খাইয়ে দেন। সাংবাদিকদের কুণাল ঘোষ বলেন, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ২০০৯ এর চাকরিপ্রার্থীদের যে জট ছিল সেটি কেটে গিয়েছে। ধীরে ধীরে সকলকেই নিয়োগ করা হবে আজ ৩২৮ জনের মধ্যে ৩৬৪ জন কে নিয়োগপত্র দেওয়া হলো। আগামী দিনে সকলেই যাতে নিয়োগ পায় সেদিকে রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেবে।