আবারও রাজ্যে ইডির হানা। রাজ্যের ৪ জেলার ৬ জায়গায় একসঙ্গে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, হুগলির চুঁচুড়া, মুর্শিদাবাদের বহরমপুর ও সল্টলেক। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ঝাড়গ্রামে এক ডব্লুবিসিএস অফিসারের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে ইডি। আবার ধনেখালির প্রাক্তন বিডিওর সল্টলেকের ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে ইডি। অন্যদিকে হুগলির চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি কর্তারা। তবে যাঁকে ইডি কর্তার খুঁজছেন তিনি সেই ব্যবসায়ী নয় বলেই জানা গিয়েছে। এছাড়া মুর্শিদাবাদের বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতেও হানা ইডি আধিকারিকদের।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের কাজের মামলায় এই তল্লাশি অভিযান । জানা গিয়েছে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে হুগলির ধনেখালি ও মুর্শিদাবাদের বেলডাঙায় মোট ৫টি এফআইআর দায়ের হয়। এফআইআরগুলিতে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়।মূলত দু ধরণের অভিযোগ তোলা হয়েছে। একদিকে যেমন ভুয়ো জব কার্ড তৈরি করে অনেকের কাছে টাকা পাঠানো হয়েছে। পরিবর্তে এমন অনেকে রয়েছেন, যাঁরা কাজ করেও টাকা পাননি। আবার ভুয়ো বিল তৈরি করেও তার মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।